ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম

চুনতির সীরাতুন্নবী (সা.) মাহফিলে এমপি নদভী

| বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ১:২৭ অপরাহ্ণ

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, ইসলাম শান্তি, সমপ্রীতি ও সৌহার্দ্যের ধর্ম। জোর জবরদস্তী, নৃশংসতা ও নিরপরাধ মানুষ হত্যা শান্তির ধর্ম ইসলাম কখনো স্বীকৃতি দেয় না। শান্তিপূর্ণ পথে থাকলে কোনো অশান্তির পথে যেতে ইসলাম অনুমোদন করেনি। তিনি গতকাল বুধবার লোহাগাড়া উপজেলার চুনতির ১৯ দিনব্যাপী ৫১ তম সীরাতুন্নবী (স.) মাহফিলের ১৭ তম দিবসে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছির আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিক কুয়াকাটা। প্রধান বক্তার বক্তব্যে আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিক কুয়াকাটা বলেন, কোনো ব্যক্তি যখন মারা যায়, তখন সে বরজখে প্রবেশ করে এবং পুনরুত্থান পর্যন্ত সেখানে থাকবে। তাই কোরআন ও হাদিসের আলোকে এ সিদ্ধান্তে পৌঁছা খুবই সহজ যে পাপীদের জন্য কবর তথা বরজখি জীবন থেকে আজাব শুরু হয়ে যায়, যেভাবে নেককারদের জন্য কবর তথা বরজখি জীবন থেকে আল্লাহর বিশেষ নিয়ামত প্রদান করা হয়। মাহফিলে চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মিয়া মুহাম্মদ ইসমাঈল মানিকসহ বিশিষ্ট ওলামা-মাশায়েখ, স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এনসিসি ব্যাংকের ৭৫ হাজার কম্বল প্রদান
পরবর্তী নিবন্ধমাবিয়া শিপ ব্রেকার্সের মালিক ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা