ইসলামী শিক্ষা বিস্তারে জামেয়া দারুল মাআরিফ মাদরাসা অনন্য ভূমিকা রাখছে

চান্দগাঁওয়ে বার্ষিক মাহফিলে এমপি নদভী

| রবিবার , ১৫ জানুয়ারি, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার ৩৮তম বার্ষিক দ্বীনি মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী। মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানী ও মাওলানা আফিফ ফোরকান মাদানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

সভায় আলোচনায় অংশ নেন জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার উপ-পরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল, জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা ওবায়দুল্লাহ হামযা, ইসলামী চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন, বেফাকুল মাদারিস বাংলাদেশের মহাপরিচালক মাওলানা ওবাইদুর রহমান খান নদভী, মাওলানা লোকমান হাকিম, মাওলানা সালাহুদ্দীন নানুপুরী, প্রফেসর ড. মোস্তফা কামিল মাদানী, মাওলানা হাফেজ আব্দুল হক, মাওলানা আজিজুল হক মাদানী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুফতি মিজানুর রহমান প্রমুখ।

মাহফিলে বিশেষ মেহমান ছিলেন প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, প্রফেসর ড. আমিনুল হক নদভী, প্রফেসর ড. মোজাফফর নদভী, প্রফেসর ড. শফি উল্লাহ কুতুবী ও আবদুশ শাকুর প্রমুখ। মাহফিলে আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী লিখিত আরবি খুতবা সংকলন ও মাওলানা মাহমুদ মুজিব লিখিত পঞ্চরত্ন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মাহফিলে প্রধান অতিথি বলেন, জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া দেশ-বিদেশে ইসলামী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তির আলোয় আলোকিত হতে হবে তরুণদের
পরবর্তী নিবন্ধদাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে