ইসলামি গবেষণা সংস্কৃতি ও জ্ঞানচর্চার বাতিঘর মডেল মসজিদ

পটিয়ায় মডেল মসজিদ উদ্বোধনকালে হুইপ

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ এপ্রিল, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

চতুর্থ পর্যায়ে পটিয়া মডেল মসজিদসহ দেশের আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ মডেল মসজিদগুলো উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে পটিয়া মডেল মসজিদ থেকে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি অনুষ্ঠান শেষে মসজিদের ফলক উন্মোচন করে মোনাজাত করেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। পরে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র মো. আইয়ুব বাবুল, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বদরুল আলম খান, নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ, নির্বাহী প্রকৌশলী এস এম মাইনুল হক, উপবিভাগীয় প্রকৌশলী জাহিদ উন নবী চৌধুরী, লিটন মজুমদার, মো. করিম উদ্দিন, উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, আবদুল খালেক, মোহাম্মদ ছৈয়দ, এম এজাজ চৌধুরী, শওকত হাসান লিটন প্রমুখ।

অনুষ্ঠানে হুইপ বলেন, নামাজ আদায় ছাড়াও এ মসজিদ হবে ইসলামি গবেষণা সংস্কৃতি ও জ্ঞানচর্চার বাতিঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ২০০টি মডেল মসজিদ নির্মাণ করে অনন্য নজির স্থাপন করেছেন। আধুনিক সুযোগসুবিধা সম্বলিত সুবিশাল এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষদের আলাদা ওজু এবং নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, পবিত্র কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, মরদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সংস্কৃতি কেন্দ্র থাকবে। এছাড়াও ইমামমুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তাকর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা ও গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে গিয়াস বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে আইন প্রয়োগের সাথে সচেতনতা বাড়াতে হবে