ইসরায়েলের অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

| সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১২:৫৬ অপরাহ্ণ

পাল্টা হামলায় ইসরায়েল থেকে ছোড়া অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। গতকাল শনিবার এনবিসি নিউজের টম লামাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবর বাংলানিউজের।

ইরানের হামলার পর ইসরায়েলের পাল্টা হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত রাতে (শুক্রবার) যা ঘটেছে তাকে কোনো আক্রমণ বলা যাবে না। এটি ছিল দুটি বা তিনটি কোয়াডকপ্টারের ফ্লাইট, যা আমাদের বাচ্চারা ইরানে যে খেলনা ব্যবহার করে তার মতো। তবে দোভাষীর মাধ্যমে কড়া হুঁশিয়ারি দেন আবদুল্লাহিয়ান।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের পক্ষ থেকে কোনো নতুন দুঃসাহসিক আক্রমণ না আসে, ততক্ষণ ইরান কোনো প্রতিক্রিয়া জানাবে না। কিন্তু ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল ফের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিলে তেহরান তৎক্ষণাৎ সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে। এবং ইরানের এ হামলা দ্রুত ও কঠোর হবে, যা নিয়ে ইসরায়েলিদের অনুশোচনা করতে হবে। আবদুল্লাহিয়ানের এমন সব মন্তব্যের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।

পূর্ববর্তী নিবন্ধজাপানের নৌবাহিনীর ২ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১, নিখোঁজ ৭
পরবর্তী নিবন্ধইরানের বিমানঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ