ইমাম আহমদ রেজার বহুমুখী প্রতিভা বিশ্ব দরবারে তুলে ধরতে হবে

চট্টগ্রাম প্রেসক্লাবে কনফারেন্সে বক্তারা

| সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৪৩ পূর্বাহ্ণ

আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেল বেরলভি (রহ.) শুধু একজন আলেম তথা ইসলামি শিক্ষায় পণ্ডিত ছিলেন না, ছিলেন একাধারে দার্শনিক, বিজ্ঞানী, ইতিহাসবিদ, ভুগোলবিদ, তার্কিক ও ইসলামি আইনবিদ। বিশ্বের আশিটি দেশের বিশ্ববিদ্যালয়ে তাঁকে নিয়ে গবেষণা হচ্ছে, বাংলাদেশের সাধারণের কাছে আ’লা হজরতের লিখনী সমগ্র ও তাঁর পুণ্যময় জীবন-কর্ম বাংলায় সহজবোধ্য করে তুলে ধরা সময়ের দাবি। গত শনিবার নগরীর চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে আ’লা হযরত কনফারেন্সে আমন্ত্রিত দেশি-বিদেশি বক্তারা এ কথাগুলো বলেন। আলা হযরত ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম. এ. মান্নান। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী। বিশেষ অতিথি ছিলেন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা সৈয়দ মুহাম্মদ কাদেরী, মাওলানা মুহাম্মদ মুদাসসির রিজভী আশরাফি, আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এনামুল হক বাচ্চু, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ অসিয়র রহমান আল কাদেরী, স.উ.ম আব্দুস সামাদ প্রমুখ। মুহাম্মদ এরশাদ খতিবী ও মাওলানা জহির উদ্দিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আলা হযরত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু নাসের মুহাম্মদ তৈয়্যব আলী। বক্তব্য রাখেন, আল্লামা নুর মোহাম্মদ আরকাদেরী। সংবর্ধিত অতিথি ছিলেন আল্লামা হাফেজ আনিসুজ্জমান, মাওলানা নিজাম উদ্দিন, আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ, অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আল আজহারী, অধ্যাপক রিদওয়ান আশরাফি, মাওলানা ছগির আহমদ, ইঞ্জিনিয়ার আবদুল হান্নান চৌধুরী, মাওলানা মুনিরুল হাসান, আবদুর রহিম, সৈয়দ আবু আজম, মাস্টার আবুল হোসাইন, মোহাম্মদ নুরুদ্দিন, মাহবুবুল হক খান, মাওলানা আবদুল্লাহ, মনিরুদ্দিন সোহেল, মোজাফফর আহমদ, মাওলানা ইউনুস তৈয়বী, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, শেখ আরিফুর রহমান, মাওলানা কফিল উদ্দিন, সৈয়দ মুহাম্মদ হোসাইন, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, ইমরান হোসেন তুষার, মুহিব উল্লাহ সিদ্দিকী, মোহাম্মদ ইয়াসির বিন তালেব আবরার, মাওলানা আনিসুর রহমান রিজভী, আবদুল্লাহ আল নোমান, ইব্রাহিম কুতুবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার আবদুল খালেক স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার