ইমামের রুম থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৯ জুন, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

চন্দনাইশে মসজিদের ঈমামের রুম থেকে ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা চুরি হওয়ার তিনদিনের মাথায় চোরকে আটক ও চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। আটক চোরের নাম ইউসুফ মিয়া (৩০)। গত বুধবার তাকে চন্দনাইশের জাফরাবাদ এলাকা থেকে আটক করা হয়।

জানা যায়, গত ৫ জুন দুপুরে মসজিদে নামাজ চলাকালীন জাফরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলায় উক্ত মসজিদের ইমাম মো. জাহেদুল ইসলামের রুম থেকে ১টি ল্যাপটপ, ১টি মোবাইল ও নগদ টাকা চুরি হয়। এব্যাপারে ইমাম জাহেদুল ইসলাম বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা মো. ইখতিয়ার হোসেন জানান, পুলিশ গত বুধবার রাতে জাফরাবাদ এলাকা থেকে ইউসুফ মিয়াকে আটক করা হয়। পরবর্তীতে ইউসুফের স্বীকারোক্তি মতে আনোয়ারা উপজেলার বাড়া বাসা থেকে চুরি হওয়া ল্যাপটপ, মোবাইল ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করে। ইউসুফ বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব রায়ছটা গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, আটককৃত চোর ইউসুসকে গতকাল আদালতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষকের মাথা ফাটিয়ে দিল তারই ছাত্ররা
পরবর্তী নিবন্ধগরমে অসুস্থ হয়ে ক্রেনের নিচে, শ্রমিকের মুত্যু