গরমে অসুস্থ হয়ে ক্রেনের নিচে, শ্রমিকের মুত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ জুন, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানাস্থ জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারীতে গরমে অসুস্থ হয়ে পড়া এক শ্রমিক ক্রেনের নিচে পড়ে মারা গেছেন। গতকাল এই মর্মান্তিক ঘটনা ঘটে। হতভাগ্য শ্রমিক জসিম উদ্দিন (৫৫) অস্থায়ী শ্রমিক হিসেবে দৈনিক ভিত্তিতে ইস্টার্ন রিফাইনারীতে কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টা নাগাদ জসিম উদ্দিন নামের ওই শ্রমিক কাজ করছিলেন। তীব্র গরমে তিনি ক্রেনের উপর থেকে মাথা ঘুরে নিচে পড়ে যান। ওই সময় ক্রেনটির একটি চাকা তার পায়ের উপর দিয়ে যায়। এতে তার পা মারাত্মকভাবে পিষ্ঠ হয়ে যায়। তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। জসিম উদ্দিন বন্দর থানাধীন মাইজপাড়া এলাকার বাসিন্দা। ইপিজেড থানার এসআই বেলায়েত হোসেন বলেন, নিহত জসীম দৈনিক মজুরিতে কাজ করতেন। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইমামের রুম থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
পরবর্তী নিবন্ধচাকুর ভয় দেখিয়ে ছিনতাই, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার