ইবাদত বন্দেগিতে পবিত্র লাইলাতুল কদর পালিত

আজাদী ডেস্ক | বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগির মাধ্যমে রাতটি পালন করে। মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদতবন্দেগীর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদতবন্দেগিতে মশগুল থাকেন। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকিরআসকার, দোয়া, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শবে কদরের রজনী কাটান। নগরীর বিভিন্ন মসজিদ মুসল্লীরা ইবাদত বন্দেগীতে রজনী কাটায়।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপের শিক্ষার্থীদের জন্য ফ্রি ঈদযাত্রা সার্ভিস চালু
পরবর্তী নিবন্ধদারিদ্র্য বিমোচনে ইসলামের ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক বিধান যাকাত