ইন্দ্রপুল সেতু গার্ডার পরিদর্শনে জাইকা প্রতিনিধিদল

বাতিল হল ৩৫ লাখ টাকার গার্ডার

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় চানখালী খালের উপর ইন্দ্রপুল সেতুর নির্মাণ কাজ চলমান অবস্থায় ব্রিজের জন্য নির্মিত একটি গার্ডার উপরে তোলার সময় হঠাৎ মাঝখানে ভেঙ্গে যায়। এবিষয়ে দৈনিক আজাদীসহ বিভিন্ন দৈনিকে সচিত্র সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের। খবর পেয়ে ভেঙ্গে যাওয়া গার্ডার পরিদর্শন করেন জাইকা প্রতিনিধিদল। তাঁরা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জাইকা প্রকল্পের টীম লিডার নিশি মোরা, অষ্ট্রেলিয়ান কনসালটেন্ট মিস্টার তিতার, পটিয়ার মেয়র আইয়ুব বাবুল, প্রকল্প পরিচালক শ্যামল কুমার ভট্টাচার্য্য। পরিদর্শনকালে প্রকল্প ব্যবস্থাপক জুলফিকার আহমেদ জানান, এ গার্ডারটি আর কাজে আসবে না। নতুন করে গার্ডার নির্মাণ করতে হবে। গার্ডারটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৫ লক্ষ টাকা। ৭শ’ কোটি টাকা ব্যয়ে ৪টি সেতুর কাজ ২০২৩ সালের নভেম্বরে শেষ হওয়ার কথা। এরমধ্যে ইন্দ্রপুল সেতুর ব্যয় ৫০ কোটি টাকা। এসময় মেয়র আইয়ুব বাবুল বলেন, ‘নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, সংশ্লিষ্টদের গাফিলতি ও কাজের যথাযথ তদারকি না থাকায় গার্ডারটি ভেঙ্গে যায়।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়া হচ্ছে না
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে হাশেম হত্যা মামলার ৬ আসামি রিমান্ডে