ইন্ডাস্ট্রিতে পূর্ণিমাই আমার ভালো বন্ধু

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো সরকারি অনুদানের সিনেমায় এক সঙ্গে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই নায়কনায়িকা ফেরদৌস ও পূর্ণিমা। ছটকু আহমেদ পরিচালিত এ সিনেমার নাম ‘আহারে জীবন’। এরইমধ্যে ফেরদৌস ও পূর্ণিমা এ সিনেমার কাজ শেষ করেছেন। তারও আগে প্রায় শেষ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমার কাজ।

এ জুটির তিনটি সিনেমাই এখন রয়েছে মুক্তির অপেক্ষায়। ‘গাঙচিল’ নির্মিত হয়েছে ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে। অন্যদিকে ‘জ্যাম’ প্রযোজনা করেছে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী। এদিকে গত ঈদে পূর্ণিমা অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ও এরইমধ্যে বেশ আলোচনায় এসেছে। এতে অভিনয়ের জন্যও প্রশংসিত হচ্ছেন পূর্ণিমা। এটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।

তিনটি সিনেমা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ইন্ডাস্ট্রিতে পূর্ণিমাই আমার সবচেয়ে ভালো বন্ধু। আমাদের মধ্যে পারিবারিক সম্পর্ক অটুট সবসময়। পূর্ণিমার সঙ্গে এর আগেও বেশ কিছু সিনেমাতে কাজ করেছি। সেগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। মুক্তির অপেক্ষায় যে তিনটি সিনেমা রয়েছে প্রত্যেকটি সিনেমারই কিন্তু গল্প এক কথায় অসাধারণ। আমাদের দুজনেরই চরিত্রে যেমন রয়েছে বিচিত্রতা, লুকেও ভিন্নতা আছে। চেষ্টাও করেছি নিজেদের চরিত্র সুন্দর করে ফুটিয়ে তুলতে। আশা করা যায় সিনেমাগুলো মুক্তি পেলে দর্শক মুগ্ধ হবেন।

পূর্ববর্তী নিবন্ধবায়োজিনের সঙ্গে মিমের পথচলা শুরু
পরবর্তী নিবন্ধ‘ফাইটার’ হয়ে আসছেন পারিশা