ইন্টারনেটসহ ল্যান্ডফোন

আশা দেখছে বিটিসিএল

| রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:১৭ পূর্বাহ্ণ

এককালের সোনার হরিণ পিএসটিএন বা ল্যান্ডফোনের দিকে আবার গ্রাহক টানতে ইন্টারনেটসহ সংযোগের উপর ভর করে সুদিনের আশায় বুক বেঁধেছেন রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সংস্থার কর্মকর্তারা। তারা বলছেন, এখন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সংযোগ প্রক্রিয়া ‘ঝামেলাহীন’ এবং উচ্চগতির ইন্টারনেট সংযোগ ‘সহজলভ্য’ হওয়ায় গ্রাহকরাও সাড়া দিচ্ছেন। তবে চাহিদা অনুযায়ী সংযোগ দিতে পারছে না রাষ্ট্রায়ত্ত এ কোম্পানি। খবর বিডিনিউজের।
২০১৯ সালের অক্টোবর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ল্যান্ডফোনে বিনামূল্যে সংযোগ দেওয়া শুরু হলে চাহিদা বাড়তে শুরু করে। গিগাবাইট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক (জিপন), যা অপটিকাল ফাইবারের মাধ্যমে বিটিসিএল টেলিফোন পরিষেবার সঙ্গে ইন্টারনেট সরবরাহ করছে।
বিটিসিএলের সংযোগ নিতে ঢাকায় এক হাজার টাকা জামানত, এক হাজার টাকা সংযোগ ফি ও ১৫০ টাকা ভ্যাটসহ মোট দুই হাজার ১৫০ টাকা দিতে হত। চট্টগ্রামে সংযোগ ফি ৫০০ টাকা এবং দেশের অন্যান্য স্থানে সংযোগ ফি ৩০০ টাকা দিতে হত। এখন ফি ছাড়াই সংযোগ নিতে পারছে আগ্রহী গ্রাহকরা।
বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল মতিন বলেন, ‘বিটিসিএলের ইন্টারনেটে সেবার মান ভালো থাকায় এর চাহিদা দ্রুত বাড়ছে। তবে সক্ষমতা না থাকায় অনেক জায়গায় এ সংযোগ দেওয়া যাচ্ছে না।’
বিটিসিএল এর ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, ২০২০ এর ১৫ জুন থেকে ২০২১ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত উচ্চগতির ইন্টারনেটসহ জিপনের আবেদন পড়েছিল ১১ হাজার ৮৩৫টি। এর মধ্যে সংযোগ দেওয়া যাবে এ রকম ৬ হাজার ৮০৮ জনকে ডিমান্ড নোট দেওয়া হয়েছিল। পরে তাদের মধ্যে ৫ হাজার ৩৪৬ জনকে সংযোগ দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রামে জিপনের মাধ্যমে দুই থেকে ১০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট সংযোগ দিচ্ছে বিটিসিএল। বিটিসিএলের ওই কর্মকর্তা জানান, ২০২০ এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নতুন সংযোগ হয়েছে ৩২ হাজারের বেশি। ল্যান্ডফোনের সংযোগ যেভাবে কমছিল, তা এখন এক জায়গায় স্থির হয়েছে।
এক সময় বছরের পর বছর অপেক্ষা এবং মোটা অংকের টাকা খরচ করে ল্যান্ডফোনের মালিক হওয়া সম্ভব ছিল। দেশে মোবাইল অপারেটররা সেবা শুরুর পর গ্রাহক হারাতে থাকে বিটিসিএলের ল্যান্ডফোন সেবা। বিটিসিএলের হিসাবে, ২০২০ সালের ডিসেম্বর নাগাদ দেশে ল্যান্ডফোনের সংখ্যা ৫ লাখ ৯৫ হাজার ৪৭৭। আর ২০১১ সালে সারা দেশে ১০ লাখ লাখের মত গ্রাহক ছিল। এ কয়েক বছরে চার লাখের বেশি গ্রাহক হারিয়েছে এ প্রতিষ্ঠানটি।

পূর্ববর্তী নিবন্ধদূর থেকে একাধিক ডিভাইস চার্জ
পরবর্তী নিবন্ধসাদাসিধে পল্লবী