ইটভাটার কালো ধোঁয়া থেকে মুক্তি চাই

| সোমবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

আমাদের দেশে সাধারণত শীতকালে ইটভাটার কাজ শুরু হয়। এসব ইটভাটার নেতিবাচক প্রভাব পড়ছে মানুষের ওপর। প্রশাসনের অনুমতি ছাড়াই দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠছে একের পর এক ইটভাটা। বেশিরভাগ জায়গায় কৃষিজমি নষ্ট করে গড়ে উঠছে ইটভাটা। স্থানীয় প্রভাবশালী কিছু মানুষের কারণেই যে এলাকায় যতটা ইটভাটার প্রয়োজন, নিয়ম ভেঙে তার চেয়েও অনেক বেশি ভাটা স্থাপন করা হয়। যত্রতত্র ইটভাটার কারণে কৃষিজমি ও পরিবেশ আজ হুমকির মুখে। ইটভাটা সৃষ্ট দূষণে বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইটভাটার কালো ধোঁয়ার কারণে মানুষের ফুসফুসের সমস্যা, শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত নানা রোগ বাড়ছে। এসব দেখেও স্থানীয় প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। ইটভাটা নিয়ন্ত্রণ এবং পরিবেশসম্মত চিমনিসহ আইন অনুযায়ী যে এলাকায় যতটি প্রয়োজন, ততটি ইটভাটা যেন স্থাপন হয় প্রশাসনের পক্ষ থেকে সে ব্যাপারে তদারকি প্রয়োজন

আলআমিন আহমেদ

শিক্ষার্থী,

মৌলভীবাজার সরকারি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধআশালতা সেন : অগ্নিযুগের নারী বিপ্লবী
পরবর্তী নিবন্ধঅশোভনীয় ইংরেজি মিশ্রিত বাংলা ভাষা