ইগো বা ক্ষমতার দম্ভ থাকা উচিত নয় : হাইকোর্ট

চিকিৎসক-পুলিশ বিতণ্ডা

| বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১০:২৯ পূর্বাহ্ণ

লকডাউনের মধ্যে এক চিকিৎসকের সঙ্গে পুলিশ কর্মকর্তার তর্কাতর্কির ঘটনায় দুই পেশাজীবী সংগঠনের পাল্টাপাল্টি বিবৃতি দেওয়াকে ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন হাই কোর্ট। এ ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতির খবর নজরে আনার পর এ মন্তব্য আসে উচ্চ আদালত থেকে।
গতকাল মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চে এ সংক্রান্ত প্রকাশিত খবর তুলে ধরেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি এ ঘটনা তদন্তের জন্য আদালতের কাছে আদেশ প্রার্থনা করেন। তখন বেঞ্চের জ্যৈষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, গতকাল আপনি এ বিষয় নিয়ে এসেছিলেন। আপনি তো সংক্ষুব্ধ ব্যক্তি নন। আপনি কেন এসেছেন? খবর বিডিনিউজের।
জবাবে ইউনুছ আলী আকন্দ বলেন, আমার মেয়ে একজন চিকিৎসক। আমার আত্মীয়-স্বজনের মধ্যেও চিকিৎসক আছেন। আমার মেয়ে চিকিৎসক হিসেবে করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন। যে কারণে আমি সংক্ষুব্ধ।

পূর্ববর্তী নিবন্ধএবার আইনজীবীর সঙ্গে পুলিশের অসৌজন্যমূলক আচরণ
পরবর্তী নিবন্ধসচেতনতা নেই সীতাকুণ্ডের গ্রামীণ জনপদে