ইকবাল বাবুল

আকাশ সেদিন কেঁদেছিলো খুব

| বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

আকাশ সেদিন কেঁদেছিল খুব, কেঁদে হয়েছিল সারা
কান্নার জলে ভিজেছে স্বদেশ ভিজেছিল গ্রাম-পাড়া
নদী গিরি বন সবুজের লন কেঁদেছিল তরু লতা
কান্নার জলে বুক ভেসে গেছে, বুকে চাপা ছিল কথা
পাখিগুলো সব করেনি তো রব গায়নি তো তারা সুরে
শোকে একটানা ঝাপটিয়ে ডানা উড়ে গিয়েছিল দূরে
এসে বারে বারে লেকটার পাড়ে বয়নি তো মিঠে হাওয়া
ঝাঁক ঝাঁক শিসা ছুটে এলোমেলো করেছিল যেন ধাওয়া
এসময় সেই পুরো বাড়ি জুড়ে উঠেছিল নাভিঃশ্বাস
সিঁড়ি বেয়ে লাল রক্তের ধারা ছুঁয়ে গিয়েছিল ঘাস
পূবাকাশ থেকে তাই বুঝি দেখে মুখ লুকিয়েছে রবি
চোখের পলকে একে একে যেন ঘটে গেল ঠিকই সবই
থেমে গেল গান, হল খান খান সব হল ভেঙে চুর
প্রকতি জুড়ে বেজে ওঠে এক বিষাদের গাঢ় সুর
আজো সেই সুর করে ব্যথাতুর স্মৃতিরা দেয় মনে নাড়া
মনে করে তাঁকে দু’চোখের বাঁকে নামে শ্রাবণের ধারা ।

পূর্ববর্তী নিবন্ধআহসানুল হক
পরবর্তী নিবন্ধসৈকতের বঙ্গবন্ধু