ইউসিটিসিতে আইকিউএসির সেমিনার

| শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৮ পূর্বাহ্ণ

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি), ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের উদ্যোগে গতকাল ‘ব্লুম’স টেক্সোনমি এবং অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার কি উপায়ে মানসম্মত প্রশ্নপত্র তৈরি করবেন, টিচিং স্ট্র্যাটেজি এবং উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনায় ছাত্র-ছাত্রীদের সঠিক মূল্যায়নের উপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন টিপস এবং ট্রিক্সস উপস্থাপন করেন এম.এম. মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইউসিটিসি। সেমিনারটি সভাপতি হিসেবে উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, সেমিনারে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার আহমেদ শরীফ তালুকদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন কন্ট্রোলার অফ এক্সামিনিশানস প্রফেসর ড. নুরুল আবসার, রেজিস্ট্রার মো. সালাহউদ্দিন, ফাইন্যান্স ডাইরেক্টর প্রফেসর আব্দুল কাদের তালুকদারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামি গবেষক ও লেখকদের সাথে আনজুমান ট্রাস্টের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর নির্দেশে চা শ্রমিক লাকীর চোখে সফল অপারেশন