ইউপি চেয়ারম্যানরা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধনের কাজ করে

মতবিনিময়কালে ইঞ্জিনিয়ার মোশাররফ

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১১:২৬ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ইউনিয়ন পরিষদ সরকার ও স্থানীয় জনগণের মধ্যে সেতুবন্ধনের মতো কাজ করে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সাধারণ জনগণের জন্য নানা রকমের ভাতা এবং বিভিন্ন সেবাসমূহ সরকার স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করে থাকে। আমি আশা করি আমার উপজেলার সকল চেয়ারম্যান তাদের এ দায়িত্ব সঠিকভাবে পালন করবে। তিনি আরো বলেন, গ্রাম হবে শহর সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নে চেয়ারম্যানদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শিল্প পার্ক স্থাপন ও বিভিন্ন ভৌগোলিক অবস্থার কারণে মীরসরাই উপজেলা ইতোমধ্যে বিশ্ব পড়িমণ্ডলে একটি স্বতন্ত্র স্থান করে নিয়েছে উল্লেখ করে চেয়ারম্যানদের উদ্দেশে তিনি বলেন, এ গৌরব ধরে রাখতে হলে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীসহ আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল সোমবার তাঁর ঢাকাস্থ বসুন্ধরার বাসভবনে মীরসরাই উপজেলার নবনির্বাচিত ষোল ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও হাইতকান্দি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময়কালে আইটি বিশেষজ্ঞ আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান ও উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনসহ নবনির্বাচিত অন্যান্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেলায়েতের জামিন আবেদন নাকচ, কারাগারে প্রেরণ
পরবর্তী নিবন্ধফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি