আসুন শুভ শক্তিকে প্রতিষ্ঠা করি

রূপম চক্রবর্ত্তী | বুধবার , ২১ অক্টোবর, ২০২০ at ৯:১০ পূর্বাহ্ণ

শক্তি প্রতিষ্ঠার সংগ্রামে রত বীর মানব যদি তার শক্তিকে অশুভ আর অসুন্দর পথে পরিচালিত করার মানসে এগিয়ে যান তাহলে সমাজ অসুন্দর হবে। অতীত থেকে দেখা যায় নিজের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করার অভিপ্রায়ে কিছু কিছু মানুষ অশুভ চিন্তাকে লালন পালন করেছেন। এই অশুভ চিন্তাকে লালন করতে গিয়ে নিজের আত্মমর্যাদা অহংবোধের কাছে একাকার করে মিশিয়ে দিয়েছেন। অহংকে প্রতিষ্ঠা করতে মানুষ লোভাতুর হয়েছে। অশুভ চিন্তাকে প্রতিনিয়ত নিজের জীবনে অধিষ্ঠিত করতে চেয়েছেন। মানুষে মানুষে ঝগড়া, বিবেদ হানাহানি সব কিছুর বড় একটা হয়েছে এবং আজো হচ্ছে সেই আত্ম অহমিকার জন্য। এই অহমিকা থেকে নিজেকে দূরে রাখা অনেক কষ্টকর ব্যাপার। আমি চিন্তা করি আমাদের মন যদি আকাশের মত বিশাল হত, মনের সমস্ত কুভাবনাগুলো দূরে রাখতে পারতাম তাহলে এত হানাহানি থাকত না। সম্পদের প্রতি অতি লোভ, অর্থের প্রতি অতি লোভ আমাদের শক্তিকে নষ্ট করে দিচ্ছে। অনেক দুর্বল মানুষ বার বার কিছু অমানুষ দ্বারা শোষিত হয়েছে। অনেকে নিজের ভিটেমাটি জায়গা জমি হারিয়েছে অশুভ শক্তির হাতে। আমরা জানি এবং দেখছি মানুষ মরণশীল। যেকোনো সময় আমাদের যে কারো মৃত্যু হতে পারে। যখন চোখের সামনে কারো মৃত্যু দেখি তখন ভাবি আগামীতে আমরা ভালো কাজ করব। কিছুক্ষণ পরে আবার এই কথা ভুলে যাই। আবার আমরা বিভিন্ন রিপুর প্রভাবে অকাজ, কুকাজ করতে থাকি। আমাদের প্রকৃত আচার আচরণ ভুলে যাই। হিতাহিত জ্ঞান ভুলে অশুভ শক্তির প্রভাবে পরিচালিত হই। চলুন আমরা আমাদের মনকে বিশাল করি সেই সাগরের জলরাশির মত। আকাশের মত আমরা আমাদের মনকে নির্মল করব। মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা করব। ভালো মানুষের সাথে চলার চেষ্টা করব।

পূর্ববর্তী নিবন্ধবাবা মাকে নিয়েই সংসারে খুশি থাকুন
পরবর্তী নিবন্ধবাবা মাকে নিয়েই সংসারে খুশি থাকুন