আসামি ধরতে এসে হামলার শিকার কুমিল্লার ডিবি পুলিশ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

আসামি ধরতে এসে পাহাড়তলীতে হামলার শিকার হয়েছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গত বৃহস্পতিবার রাতে সাগরিকা বিটাক মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় একটি মামলা হয়েছে। পাহাড়তলী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দুজন আসামিকে ধরতে এসেছিল। তারা হলেন মো. রফিক ও মো. আজাদ। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলার আসামি তারা। অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারও করা হয়েছিল। কিন্তু একপর্যায়ে গোয়েন্দা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে এ দুজনকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। তাদের স্বজনরাই ইটপাটকেল নিক্ষেপের মাধ্যমে এ ঘটনা ঘটিয়েছে।
ওসি বলেন, ছিনিয়ে নিয়ে যাওয়া দুজনের মধ্য থেকে মো. রফিক নামের আসামিকে বৃহস্পতিবার রাতেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অপরজনকে গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছুটির দিনে পাঠকের উচ্ছ্বাস, লেখক-প্রকাশকের স্বস্তি
পরবর্তী নিবন্ধসামপ্রদায়িক অপশক্তি বিনাশে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী