আল্লামা হক্কানীর (রহ.) প্রথম বার্ষিক ওরশ

| শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

শিক্ষাবিদ অধ্যক্ষ আল্লামা খায়রুল বশর হক্কানী (রহ.)’র ১ম বার্ষিক ওরশ শরিফ গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। আশেকানে আউলিয়া দরবার শরিফের সাজ্জাদানশিন ও মাদ্রাসা অধ্যক্ষ আল্লামা হাফেজ রিদুয়ানুল হক হক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরশ মাহফিলে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা হাফেজ সৈয়দ রুহুল আমিন। মুখ্য আলোচক ছিলেন আল আমিন হাশেমী দরবার শরিফের সাজ্জাদানশিন পীরে তরিকত আল্লামা কাযী ছাদেকুর রহমান হাশেমী। মাহফিলে বক্তারা বলেন, দ্বীনি ও আধুনিক শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখেন আল্লামা খায়রুল বশর হক্কানী (রহ.)। তিনি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ, জ্ঞানতাপস ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। শিক্ষা বিস্তারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধান অতিথি আল্লামা ছাদেকুর রহমান হাশেমী বলেন, পাঁচলাইশ বায়েজিদ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে জ্ঞানের দীপশিখা জ্বালিয়েছেন আল্লামা হক্কানী (রহ.)। তিনি ছিলেন একজন বুজুর্গ বিদ্বান ব্যক্তিত্ব। সভাপতির বক্তব্যে আল্লামা রিদুয়ানুল হক হক্কানী বলেন, বিনয়, সরলতা, মহানুভবতা ও সাদাসিধে নির্লোভ নিরহংকার জীবন যাপনের কারণে আল্লামা হক্কানী (রহ.) সবার কাছে সমাদৃত ছিলেন। তিনি ছিলেন পরোপকারী মানবিক ব্যক্তিত্ব। ওরশ মাহফিলে আল্লামা হক্কানী (রহ.)’র জীবন কর্ম ও দর্শনের ওপর আলোচনায় অংশ নেন অধ্যক্ষ ড. আল্লামা মহিউল হক মুজ্জাদ্দেদী, বায়েজিদ গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান সর্দার, কাযী মোদাচ্ছের হাশেমী, মাওলানা ইয়াছিন আনসারী আল মাদানী, মাওলানা নজরুল ইসলাম আশরাফী, পীরজাদা মাওলানা হাফেজ আহমদুর রহমান হক্কানী, মাওলানা হাফেজ খায়রুল আমিন চিশতী, মাওলানা গাজী মঈনুদ্দিন রেজভী, খলিফা মাওলানা শহিদুল্লাহ চিশতী, মাওলানা হাফেজ শিব্বির আহমদ ওসমানী, নুরুল আবছার আল কাদেরী প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ৩০ টাকায় চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধউত্তর জেলা ইসলামী ফ্রন্টের মতবিনিময় সভা