আল্লামা আজিজুল হক আলকাদেরী সুন্নীয়তের প্রসারে ভূমিকা রেখেছেন

ছিপাতলী মাদ্রাসার সালানা জলসার সমাপনীতে বক্তারা

| রবিবার , ২ এপ্রিল, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

আজিজিয়া কাজেমী কমপ্লেক্সের (ট্রাস্ট) উদ্যোগে ও আন্‌জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলিয়ার ব্যবস্থাপনায় আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ.)র বার্ষিক ওরশ ও ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদ্রাসার ৫০ তম সালানা জলসার সমাপনী দিবস গত ৩১ মার্চ গাউছিয়া আজিজিয়া শাহী ময়দানে মাদ্রাসার অধ্যক্ষ সাজ্জাদানসীন আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরীর সদারতে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, আল্লামা আজিজুল হক আলকাদেরী হচ্ছেন একটি প্রতিষ্ঠানের নাম। যিনি বহু গুণে গুণান্বিত একজন মহান ব্যক্তিত্ব। দ্বীনি শিক্ষা তথা সত্যিকার কোরআনহাদিসের শিক্ষা বিস্তারের পাশাপাশি মাযহাবমিল্লাত ও সুন্নীয়তের প্রচার প্রসারে যার অবদান সর্বজন স্বীকৃত। অতিথি ছিলেন, আবুল কালাম আহসান কাদেরী, উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুল অদুদ আলকাদেরী, মুহাম্মদ শফিউল আলম নেজামী, মুফতী মুহাম্মদ আলাউদ্দিন জেহাদি, মুফতী মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী, আল্লামা মুহাম্মদ ইসলাম উদ্দিন রেজভী, মুফতী মুহাম্মদ মাস্‌উদ রিজভী, অধ্যক্ষ মুহাম্মদ হাসান রেজা আলকাদেরী, অধ্যক্ষ মুহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ এনাম রেজা আলকাদেরী, মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন, মাওলানা মোহাম্মদ লেয়াকত আলি, এস এম শফিউল আলম। মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আজমের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেনআল্লামা আবুল কাসেম মুহাম্মদ ইউসুফ আলী, হাফেজ নুর মোহাম্মদ, মাওলানা আবু ছালেহ মোহাম্মদ হানিফ, হাফেজ মুহাম্মদ শাহ আলম নাঈমী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

ৎঅধ্যক্ষ আবুল ইরফান মোহাম্মদ লোকমান চিশতী, মোহাম্মদ আলী চৌধুরী, মাওলানা মোহাম্মদ জিয়াউল হক সাওদাগর, সৈয়দ মোহাম্মদ মোজাহিদ, মোহাম্মদ ইসমাইল হোসেন, মুহাম্মদ নুরুল আহসান লাভু চেয়ারম্যান, দোস্ত মোহাম্মদ, মোহাম্মদ নুরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সভা
পরবর্তী নিবন্ধপ্ররোচনার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১