আলো ঝলমলে মঞ্চে ষোড়শ আইপিএলের যাত্রা শুরু

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

টেস্ট কিংবা ওয়ানডে ক্রিকেটের বাইরে বিনোদনের জন্য একটা আলাদা মাধ্যম খুঁজছিলেন ক্রিকেটে আয়োজক থেকে শুরু করে পৃষ্ঠপোষকরা। শেষ পর্যন্ত তারা সফল হয়েছেন টিটোয়েন্টি নামে ক্রিকেটের নতুন এক সংস্করণে। আর এই সংস্করণের সাথে যুক্ত হলো ফ্রাঞ্জাইজি ক্রিকেট।

 

আর তাতেই যেন টিটোয়েন্টি ক্রিকেট পরিণত হলো ক্রিকেটকে ছাপিয়ে বিনোদনের এক পরিপূর্ণ প্যাকেজে। বিশেষ করে বিশ্বের যত ফ্রাঞ্জাইজি ক্রিকেট আয়োজন করা হয় তার মধ্যে নাম্বার ওয়ান আইপিএল। আইপিএল মানে শুধু অর্থের ঝরঝনানি নয়। আইপিএল মানে ক্রিকেটের নতুন এক আবহ। নতুন এক

জগত। কিন্তু গত প্রায় চার বছর ধরে করোনার কারণে আইপিএলের বর্ণাঢ্য কোনও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। তাই একেবারে আলো ঝলমলে মঞ্চে শুরু করা হলো এবারের আইপিএল। যা আইপিএলের ষোলতম আসর। আহমেদাবাদে বিশ্বের সবচাইতে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল যাত্রা

শুরু হলো এবারের আইপিএলের। যেখানে নাচ, গান, আতশবাজির ঝলকানি কোনও কিছুর কমতি ছিল না। খেলার আগে বিনোদনের সবকিছুই যেন প্রাণ ভরে উপভোগ করল দর্শকরা।

এক লক্ষ বত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়াম গতকাল বিকেল থেকেই পরিপূর্ণ হয়ে যায়। সন্ধ্যায় প্রথমে মঞ্চে আসেন ভারতের সব চেয়ে সাড়া জাগানো সংগীত শিল্পী অরজিত সিং। প্রায় আধ ঘণ্টার বেশি সময় তিনি তার জনপ্রিয় সব গান গেয়ে শোনান। তার সুরের মুর্ছনায় যেন বুদ হয়ে

ছিল আহমেদাবাদের গ্যালারি। অরজিতের পরিবেশনার পর মঞ্চে আসেন তেলেগু, তামিল এবং হিন্দি মিলে ৭৩টি ছবিতে অভিনয় করা তামান্না ভাটিয়া। জনপ্রিয় সব হিন্দি গানের সাথে তার মোহনীয় নাচ যেন জাগিয়ে তোলে পুরো গ্যালারিকে। এরপর মঞ্চে আসেন তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রের অভিনেত্রী যাকে

কর্ণাটক ক্রাশ হিসেবে বিবেচিত করা হয় সেই রেশ্মিকা মান্দানা। তিনি যেন ছাড়িয়ে গেলেন তামান্না ভাটিয়াকেও। অনেকদিন পর আইপিএলের উদ্বোধনীতে এমন জমকালো অনুষ্ঠান যেন মন ভরিয়ে দিয়েছে দর্শকদের। তাইতো বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামটিকে বেছে নেওয়া হয়েছে এই আয়োজনের জন্য।

এরপর আনুষ্ঠানিক উদ্বোধনের পালা। একে একে মঞ্চে আসেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি, সাধারণ সম্পাদক জয় শাহ, আইপিএল চেয়ারম্যান অরুন ধুমাল। আগে থেকেই মঞ্চে ছিলেন অরজিত সিং, তামান্না ভাটিয়া এবং রেশ্মিকা মান্দানা। বিশেষ দুটি গাড়িতে করে মঞ্চে আনা হয় এবারের

আইপিএলের উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি এবং গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। মাঝখানে আইপিএল ট্রফি রেখে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় আইপিএলের ষোলতম আসরের। এরপর শুরু হয় আতশবাজির ঝলকানি। পুরো নরেন্দ্র মোদি স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল আলোর ফোয়ারায়। এরপর মাঠে গড়ায় উদ্বোধনী ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধসাকিব পেলেন আর্জেন্টিনা ক্রিকেট দলের জার্সি
পরবর্তী নিবন্ধরেলিগেশন থেকে বাঁচার সম্ভাবনা জিইয়ে রাখল মোহামেডান