আলীকদমের সেই ইউএনওকে ঢাকায় বদলি

লামা প্রতিনিধি | বুধবার , ২৮ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২০ পূর্বাহ্ণ

ফুটবলের ট্রফি ভেঙে আলোচনায় আসা আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়। গত শুক্রবার আলীকদমের রেপারপাড়ায় ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি বিতরণ না করে খেলোয়াড় ও দর্শকদের সামনে ভেঙে ফেলে সমালোচিত হন উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম।
সূত্র জানায়, উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম গত ২৪ এপ্রিল আলীকদমে যোগদান করেন। সম্প্রতি আলীকদম সীমান্ত পথে একের পর এক অবৈধভাবে আসা বিপুল পরিমাণ গরু, মহিষ আটক করে ব্যাপক প্রশংসিত হন। অপরদিকে শুক্রবার সন্ধ্যায় উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি ভেঙে নিন্দা কুড়ান। এরই প্রেক্ষিতে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়রে আদেশে ইউএনও মেহরুবা ইসলামকে আলীকদম থেকে বদলি করে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবো
পরবর্তী নিবন্ধদুই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ