আর কত প্রাণ ঝরবে হাটহাজারী খাগড়াছড়ি সড়কে!

| মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার হাটহাজারীখাগড়াছড়ি সড়ক অনেক গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম একটি সড়ক। হাটহাজারীর উত্তর, ফটিকছড়ি ও খাগড়াছড়ির পার্বত্য জেলার মানুষের চলাচলের সড়ক এটি। যার কারণে প্রতিদিন হাজার হাজার গাড়ি ও লাখ লাখ মানুষের যাতায়াত এই সড়কে। কিন্তু এই সড়ক অপরিকল্পিত উন্নয়ন হওয়ার কারণে ২০২১ সাল থেকে কিছুদিন পর পর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। উন্নয়নের পর থেকে এই সড়ক যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। সম্প্রতি হাটহাজারী থানার চারিয়া গ্রামে বাস ও সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৭ জন দুর্ঘটনা স্থলে নিহত এবং ২ জন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। এভাবে কিছুদিন পর পর অবিরত আপন মানুষ হারাচ্ছে অপরিকল্পিত উন্নয়নের মাসুল দিতে। সরকারের উচিত বিশেষ বিবেচনায় অতিদ্রুত হাটহাজারী বাজার হতে নাজিরহাট পর্যন্ত ডিভাইডার দিয়ে হাটহাজারীখাগড়াছড়ি সড়ক ৪ লেইনে উন্নিত করা হোক।

গাজী মো. আরাফাত হোসেন

চারিয়া, হাটহাজারী

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধহামিদুর রহমান : শহীদ মিনারের রূপকার
পরবর্তী নিবন্ধসংস্কৃতি