আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরানো হলো শাহ আলমকে

| শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও ব্যাংক পরিদর্শন বিভাগ-২ এর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাহী পরিচালক শাহ আলমকে। প্রশান্ত কুমার হালদারের (পিকে) প্রতিষ্ঠান থেকে ঘুষ নেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। খবর বাংলানিউজের।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘অভিযোগ ওঠায় শাহ আলমকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও ব্যাংক পরিদর্শন বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে’।
বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগের আদেশে বলা হয়েছে, এখন থেকে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নতুন নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। শাহ আলম এখন থেকে ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, ডিপোজিট ইনস্যুরেন্স ও স্পেশাল স্টাডিজ বিভাগের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করবেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব ক্যান্সার দিবস পালিত
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে একজনকে ২৭ ও অপরজনকে ৭ বছরের কারাদণ্ড