আরিফকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয় স্ত্রী

৫ বছর পর রহস্য উদঘাটন করল সিআইডি

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

অবশেষে ৫ বছর পর চকরিয়ার সালাউদ্দিন আরিফের মৃত্যু রহস্য উদঘাটন করল সিআইডি। স্ত্রী ছলেমা খাতুন স্বামী আরিফকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রায় পাঁচ বছর পরে স্ত্রী ছলমা খাতুনকে গ্রেফতারের মাধ্যমে আরিফের মৃত্যু রহস্য উদঘাটন করেছে কক্সবাজার সিআইডি। গতকাল শনিবার বিকালে কক্সবাজার জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া এ তথ্য জানান। নিহত সালাউদ্দিন প্রকাশ আরিফ চকরিয়া কোনাকালী এলাকার মৃত হাবিবুর রহমানের (৩৫) ছেলে। বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে কে বা কারা চকরিয়ার কোনাকালী এলাকার মৃত হাবিবুর রহমানের (৩৫) ছেলে সালাউদ্দিন প্রকাশ আরিফকে বিষ পান করা অবস্থায় কঙবাজার সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরের দিন ১১ নভেম্বর সকাল প্রায় ১১টার দিকে আরিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় কঙবাজার সদর মডেল থানায় একটি অপমৃত্যু রুজু হয়।( যার মামলা নং৪৯/২০১৬)। এরপর দীর্ঘ দুইবছর অনুসন্ধান করে এ ঘটনার কোন ক্লু না পেয়ে ২০১৮ সালে মামলার তদন্তভার দেওয়া হয় কঙবাজার জেলা সিআইডি পুলিশকে। সিআইডি মামলার অনুসন্ধান করতে গিয়ে কঙবাজার বাস টার্মিনালের একজন ভ্যান চালকের সূত্র ধরে তার বোন ছলমা প্রকাশ ছালমা খাতুন (৩৫) কে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামী ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।

তিনি জানান, গ্রেফতার ছালমা খাতুনকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আজ