আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২২ মে, ২০২১ at ৫:১১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে সোহান বিন এরশাদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিশ্চিন্তপুর মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোহান ওই এলাকার মো. এরশাদের পুত্র।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে আম পড়ার শব্দ পেয়ে ঘর থেকে বের হয় সোহান। কিন্তু আম কুড়ানোর এক পর্যায়ে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে আসে। তারা সোহানকে এক ওঝার কাছে নিয়ে যায়। পরে ওই ওঝার পরামর্শে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, সোহান পরিবারের মেজ সন্তান। তারা তিন ভাই। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয় ফকিরাটিলা মাঠে নামাজে জানাজা শেষে সোহানের লাশ দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅক্সফোর্ডের টিকার দুই ডোজ ৮৫-৯০ শতাংশ কার্যকর
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি ঘোষণার মধ্যে আবার উত্তেজনা