আমৃত্যু মানুষের জন্য কাজ করব: হাসান মুরাদ বিপ্লব

| শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ৭:২৮ অপরাহ্ণ

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে এম রেজাউল করিম চৌধুরীর নৌকা ও কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীকের সমর্থনে আলকরণ সুলতান আহমদ দেওয়ান চসিক বালিকা বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভোটারদের সাথে মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী, সাবেক কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব।
আলহাজ্ব সিদ্দিক আহমেদ সর্দারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা তাজউদ্দীন রিজভীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হাজী জাহাঙ্গীর সিদ্দিকী, আবদুর রহমান, আবদুর রশিদ,সাইফুদ্দিন আহমেদ, এনামুল হক,ইসতেহার উদ্দিন পারভোজ,তারেক হায়দার তানভীর আহমেদ রিংকু।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেনু মিয়া, সিরাজুর রহমান, আমির আহমেদ, শফিকুল আলম, নাছির আহমেদ, মাইনুউদ্দিন, আব্দুর রশিদ, আকবর বাচ্চু, আব্দুল কাইয়ুম, আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম, রাশেদ জয়, মিনারুল ইসলাম মিনু, আলাউদ্দিন বাপ্পী, আক্তার মিয়া, মো. রাশেদ, আমিনুল ইসলাম লিটন, বশির আহমেদ রিটন, মো. মানিক ইয়াসিন সুমন, মো. রমজান, মো. আলাউদ্দিন, মো. রিপন, আরিফুল হক ফরহাদ, মো. রাজু, অনিন্দ্য দেব, ফরহাদ আহমেদ রুবেল, টিপু খান, বখতেয়ার, মো. টিটু।
মতবিনিময়ে প্রধান অতিথি বলেন, “এলাকাবাসীদেরকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করব। বিগত দিনে জাতীয়তা সনদ ও জন্মনিবন্ধনের সেবা পেতে অনেক ভোগান্তির শিকার হতে হতো, আমার আমলে অতি দ্রত সময়ে এসব সেবা নিশ্চিত করেছিলাম। এলাকার প্রতিটি অলিতে গলিতে সিসি ঢালাই, কার্পেটিং, সুপেয় পানির ব্যবস্থাসহ বিগত ৫ বছরে ফিরিঙ্গীবাজারের আমূল পরিবর্তন করেছি। আমৃত্যু আপনাদের সেবায় নিয়োজিত রাখব। এলাকাবাসীর লালিত স্বপ্নের বাস্তবায়নে চলমান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আবারও নির্বাচিত হওয়ার ইচ্ছে প্রকাশ করছি। এলাকাবাসীর কাছে আমার আবেদন, অতীতের মতো আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মিষ্টি কুমড়ায় আপনাদের কাছে ভোট চাই।”

পূর্ববর্তী নিবন্ধমডেল টাউন ও বিশেষ অর্থ‌নৈ‌তিক অঞ্চল‌ হবে পতেঙ্গা-হা‌লিশহর
পরবর্তী নিবন্ধবাসা-বাড়িতে তল্লাশি-গ্রেপ্তার করে পরাজয় ঠেকানো যাবে না: জাহাঙ্গীর আলম দুলাল