আমি নারী

কিশোয়ার জাহান | মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

আমি নারী—–
সমাজের যত কষাঘাত
সব আমি মাথা পেতে নিতে পারি।
আমি নারী—-
হয়তো অনেকের অপছন্দের
কারণ হতে পারি,
তবুও আমি নিজের চরিত্রটা
ঠিক রাখতে পারি।
আমি নারী—-
সবকিছুতেই এগিয়ে আসতে পারি না,
এটা আমার দুর্বলতা নয়,
এটা আমার সমাজ ব্যবস্থার
নিয়ম মানতেই হয়।
আমি নারী—-
আমিও আকাশপানে ছুটতে পারি,
দিগ্‌িবদিক এলোমেলো
তরঙ্গের ভেলায় চড়তে পারি।
আমি নারী—-
আমি নিজের পায়ে ভর করে,
সংসারের ঘানি টানতে পারি।
নিজের স্বপ্ন পূরণ করে,
সবার গর্বের কারণ হতে পারি।
আমি নারী—-
অনেক কষ্ট বুকে ধারণ করে,
পরিবারের সবার সাথে
হাসিমুখে অভিনয় করতে পারি।
আমি নারী ——
ভালোবাসার পাপড়ি ছড়িয়ে দিয়ে
ঘৃণার চাদর সরিয়ে দিতে পারি।
বীরঙ্গনা, কলংকিনী,
অসতী, অপয়া নাম ধারণ করতে পারি,
তবুও পারি না বজ্রকন্ঠে বলতে,
এটা আমার দুর্বলতা নয়,
এটা আমার নীরব প্রতিশোধ।
প্রতিবাদী আন্দোলনের পরিভাষা।

পূর্ববর্তী নিবন্ধবন্ধু মানে অবাধ স্বাধীনতা কিন্তু স্বাধীনতার অপব্যবহার নয়
পরবর্তী নিবন্ধআল্লামা শাহ্‌ সফিরুর রহমান হাশেমী (র)