আমার সমাজ আমি সাজাবো

কে এম শাহাদাত হোসেন তানিম | বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

একটি সমাজে একাধিক চরিত্র বহমান থাকে। আপনি যেমন তার বিপরীত একটি না একটি রূপ থাকবেই। এটাই সমাজের বৈশিষ্ট্য। সমাজকে সুন্দর করতে ভাল কাজগুলো বিপরীত চরিত্র ব্যাক্তিদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই আপনি সার্থক একজন সমাজকর্মী। সমাজ কর্মীর কাজ হচ্ছে সমাজের অপসংস্কৃতি ও অপরাধ দুনিয়াকে বিলিন করে একটি সভ্য সমাজ গড়ে তোলা। যা তার ধ্যানধারনা। ভাল কাজগুলো যখন ভাল লাগার স্থান দখল করে হৃদয়ে জায়গা করে নেয়, তখন কাজগুলোতে আনন্দ বিরাজ করে। প্রত্যেকে চাইলে সমাজকর্মী হতে পারে না। কিন্তু সবাই চাই সমাজের ভালো কিছু হোক। ভালো কিছু হওয়ার পিছনে সকলের চাওয়ার আত্মতৃপ্তি ও সহযোগিতা অপরিসীম ভূমিকা রাখে। সর্বশেষ আমার সমাজ আমি সাজাবো, সুন্দর করে রাঙ্গাবো।

পূর্ববর্তী নিবন্ধহাইমচরে পাঠাগার চাই
পরবর্তী নিবন্ধচলুন ভ্রমণে বেরিয়ে পড়ি