আমাদের দাদু ফাতেমা খাতুন স্মরণে

কাজী জিনাত জাহান | শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

হাতে চুিড়, কপালে টিপ পায়ে দিয়ে আলতা,
আজ হাঁটিব নতুন পথে, এ এক নতুন কোন যাত্রা।
নতুন ঘরে কদম দিতেই, বাহুতে দিল যে টান,
বলিল হাসিয়া- “ও দাদু ভাই তুমি কি হবে এ ঘরের প্রাণ?”

বিকেল হলেই মোড়াখানা রাখিয়া বসিতাম তাঁহার পাশে,
সুপারি খাইলেই বুঝিতাম, দাদু কেন শুধু কাশে?
হুঁ…হা করিতেন, যখন খাইতেন ঝাল কোন ভর্তা
বাপের বাড়ি গেলেই পাঠাইতেন ফেরত আসিবার বার্তা।
সুন্দর জিনিস বাসিতেন ভালো, ভালোবাসিতেন রঙিন ফুল,
দাদুর কানে শোভা পাইতো, ছোট্ট কানের দুল।

বাদাম চিড়া, মুচমুচে সব ছিল তাঁর প্রিয় খাবার,
কে ব্যথিত, কে পীড়িত, তিনি চিন্তা করিতেন সবার।
চুল আঁচড়ালে বলিতেন তিনি-“আরও জোরে দাও!”
কাছে গেলে নাশ্‌্‌তা সাধিতেন-“এক কানা বাদাম তো খাও”।

মাগরিবের পর কুরআন পড়িতেন, তখনও চশমা ছাড়া।
না দেখিলে কাউকে ছলছল চোখে, হইতেন আত্মহারা।
অভিযোগ যত ছিল আমার করিতাম তাহারই কাছে।
জবাবে বলিতেন-
“বল দাদু ভাই, আমার নাতির মত আর কেউ আছে?”
শুনিয়া তাহার কথাখানি আমার মুখ হইতো ভারী।
কাঁদো কাঁদো চোখে যেদিন কহিলেন-
“কও! তুই আ’রে যাইবানা কোনদিন ছাড়ি?”
ও দাদু! আমি তো তোমাকে ছাড়িনি একেলা,
তুমি ফাঁকি দিলে মোরে-
তাইতো তোমার কবরে বসন্ত বাতাস
আর আমি একেলা ঘরে।

(খুনসুটী)

এ শুধু কবিতা নয় একজন অসাধারণ মানুষের প্রতিচ্ছবি। তিনি শুধু আমাদের দাদী শাশুড়ি নন। ছয় পুত্র সন্তানের জননী, কারও বোন, কারও শাশুড়ি। যিনি শিক্ষা দিয়ে গেছেন কোন একান্নবর্তী পরিবারকে ধরে রাখতে হয় ভালোবাসা দিয়ে। ঈদের দিন যাকে দেখবার জন্য হতো শত মানুষের ভীড়। সেই মরহুমা ফাতেমা খাতুন গত বছরের ১০অক্টোবর চলে গিয়েছিলেন না ফেরার দেশে। আমরা ওনার অনুপস্থিতি উপলব্ধি করছি দৈনন্দিন কাজে, উৎসবে, আনুষ্ঠানিকতায়। তিনি ছিলেন দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল খালেকের দ্বিতীয় কন্যা এবং শ্রদ্ধেয় মরহুম শামসুল হুদা কাদেরীর স্ত্রী। আল্লাহ আমাদের দাদুকে জান্নাত নসীব করুন। আমাদের দোয়া, অশেষ ভালোবাসা দাদুর জন্য ছিল, আছে, থাকবে।

সেই মরহুমা ফাতেমা খাতুন গত বছরের ১০অক্টোবর চলে গিয়েছিলেন না ফেরার দেশে। আমরা ওনার অনুপস্থিতি উপলব্ধি করছি দৈনন্দিন কাজে, উৎসবে, আনুষ্ঠানিকতায়। তিনি ছিলেন দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল খালেকের দ্বিতীয় কন্যা এবং শ্রদ্ধেয় মরহুম শামসুল হুদা কাদেরীর স্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধদেবপাহাড় বস্তিতে আগুন ১৪ ঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধসমাজ জীবনানন্দের নষ্ট শসা