আমাকে বন্দি করার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে : জেলেনস্কি

| রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

রাশিয়া রাতারাতি তাকে পাকড়াও করে পছন্দের নেতাকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। গতকাল শনিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, তাদের সেনাবাহিনী রাশিয়ার ওই পরিকল্পনা ভেস্তে দিয়েছে। আমরা তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছি। তিনি রাশিয়ার নাগরিকদের প্রতি আগ্রাসন বন্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর আরো চাপ সৃষ্টি করার অনুরোধও করেন। খবর বিডিনিউজের।
এদিন সকালে জেলেনস্কির পোস্ট করা আরো একটি ভিডিওতে তাকে কিয়েভের রাস্তায় হাঁটতে দেখা যায় বলে জানায় বিবিসি। জেলেনস্কির নিজেরই ধারণ করা এই ভিডিওটি তিনি নিজেই পোস্ট করেছেন। ভিডিওতে একটি প্রাসাদোপম বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি বলেন, সব ইউক্রেনীয়কে শুভ সকাল। অনলাইনে প্রচুর ভুয়া তথ্য ছড়াচ্ছে। আমি নাকি আমাদের সেনাবাহিনীকে অস্ত্র নামিয়ে রেখে চলে যেতে বলেছি। ‘শুনুন, আমি এখানে আছি। আমরা আমাদের অস্ত্র নামিয়ে রাখছি না। আমরা আমাদের দেশকে রক্ষা করব, কারণ আমাদের সত্যই আমাদের অস্ত্র। আর সত্য হচ্ছে, এটি আমাদের ভূমি, আমাদের দেশ, আমাদের সন্তান। আমরা এর সবই রক্ষা করব। এটাই আমি আপনাদের বলতে চাই। ইউক্রেনের জন্য গর্বিত।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনেও ট্যাংক ম্যান
পরবর্তী নিবন্ধবন্দরের উন্নয়নে একগুচ্ছ দাবি