আমরা তো বিএনপির অশনি সংকেত দেখছি : মেয়র

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৭:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ২১ আগস্ট গ্রেনেড হামলার বিক্ষোভ সমাবেশে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী বলেছেন, সেদিন নাসিমন ভবনে এক-এগারয় দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়া মীর নাছিরের লম্ফ-ঝম্প-আস্ফালন দেখলাম। তিনি আওয়ামী লীগের জন্য ৪ নম্বর অশনি সংকেতের কথা বলেছেন। আমরা তো বিএনপির অশনি সংকেত দেখছি। আমরাও মাঠে নামছি। সাহস থাকলে মাঠে নামেন। দেখা হবে। আজকের এই জনসভা থেকে তাকে শুধু এই কথাটুকু বলে দিতে চাই, সেটা হলো আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ওই দুর্নীতিবাজরা এখানে রাজনীতির কোনো সুযোগ পাবে না। আমরা যারা বঙ্গবন্ধুর কর্মী, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সহযাত্রী, তাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তাহলে এই দুর্নীতিবাজরা মাঠে নামার সাহস পাবে না। আজকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তারা (বিএনপি-জামায়াত) আমাদের মধ্যে ঢুকে পড়েছে। তাদের থেকে সাবধান থাকতে হবে।
হকারদের সাবধান করলেন : মেয়র যখন জনসভায় বক্তব্য দিতে উঠেন তখন মঞ্চের সামনে থাকা হকার ফেডারেশন, সম্মিলিত হকার্স শ্রমিক ইউনিয়নসহ হকাররা স্লোগান দেন এবং চিৎকার করে উঠেন। ফুটপাত থেকে হকার তুলে দেয়ার প্রতিবাদে তারা স্লোগান দিতে থাকলে মেয়র রেগে বলেন, ‘এনক্যা গরর অডা’। সবকিছুর সীমা আছে, সীমা লঙ্ঘন করা ভালো না। সাথে সাথে হকাররা চুপ হয়ে যান।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির আবোল-তাবোল বক্তব্যে মানুষ হাসে, পশু-পাখিও হাসে : সুজন
পরবর্তী নিবন্ধপররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের উকিল নোটিশ