আমরা কি পুরোপুরি বাঙালি?

জোনাকী দত্ত | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৩২ পূর্বাহ্ণ

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলার দামাল ছেলেরা বুকের রক্তে রাজপথ রঞ্জিত করে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে। একথা কম বেশি সবাই জানে। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারাদেশে পালন করা হয়। কিন্তু যে ভাষার জন্য এত ত্যাগ, এত আন্দোলন আমরা কি পুরোপুরি বাঙালি হতে পেরেছি? কথা বলার সময় আমরা বাংলা আর ইংরেজি মিশ্রিত করে বলি। ফেসবুকে আলাপচারিতার সময় বাংলিশ এ আলাপ করি। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। এটা অবশ্যই সবার জানা উচিত। কিন্তু সেটা আমরা কেন বাংলার সাথে মিশ্রিত করে বলি? প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি আসলে চারিদিকে অ,আ,ক,ম বর্ণগুলো রঙিন হয়ে উঠে।আমরা বাঙালি সেটা দেখানোর জন্য গল্প, কবিতা, চিত্রাঙ্কন, নানারকম পোস্টারে ছেয়ে যায়। আমরা অন্তত ফেসবুকে হয় বাংলা না হয় ইংরেজিতে কথা বলতে পারি। কিন্তু বাংলিশ এ লেখাগুলো যখন দেখি তখন মনে হয় কোন ভাষাকেই আমরা মর্যাদা দিতে পারছি না। না বাংলা না ইংরেজি। আসুন এই ভাষার মাসে আমরা নিজেদের পরিবর্তন করি।

পূর্ববর্তী নিবন্ধআমার এলাকা নিয়ে আমার ভাবনা
পরবর্তী নিবন্ধআলোর পথযাত্রী