আবৃত্তি সমন্বয় পরিষদের ‘পঞ্চাশে বিজয় আবৃত্তি’ অনুষ্ঠিত

| মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আবারও ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে লড়তে হবে। অর্থনৈতিক মুক্তির জন্যও সবাইকে একসাথে লড়তে হবে বলে চট্টগ্রামে আবৃত্তি সমন্বয় পরিষদের ‘পঞ্চাশে বিজয় আবৃত্তি’ অনুষ্ঠানে প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা। গতকাল সোমবার বিকেল ৪টায় নগরীর চেরাগী পাহাড়ে শুরু হয় পঞ্চাশে বিজয় আবৃত্তির আয়োজন। শুরুতে উপস্থিত সংষ্কৃতিকর্মীদের শপথ বাক্য পাঠ করান মুক্তিযোদ্ধা ফনী রঞ্জন চক্রবর্তী। আবৃত্তিশিল্পী সেলিম রেজা সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, নির্বাহী পরিষদ সদস্য হাসান জাহাঙ্গীর। একক আবৃত্তি পরিবেশন করেন নির্মান আবৃত্তি অঙ্গনের পুষ্পা সর্ববিদ্যা, তাওসিফুল হক চৌধুরী, প্রতিভা দাশ, সুচয়ন সেনগুপ্ত, আশরাফুল হক আরমান, সাইদুল করিম সাজু, মৈত্রী সাহা, হৃদিতা রায়, এস এম রহমান, প্রিয়ম কৃষ্ণ দে এবং মৌসুমী চক্রবর্তী। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি সংগঠন শব্দ নোঙর, নরেন আবৃত্তি একাডেমী, কন্ঠনীড় বাচিক চর্চা কেন্দ্র, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র এবং ঐকতান পরিবার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় মোবাইলের দোকানে চুরি গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধ‘মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামবাসীর অধিকার আদায়ে সংগ্রাম করেছেন’