আবার কোভিড পজিটিভ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে দুঃসংবাদ শুনলেন শহিদ আফ্রিদি। প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দেড় বছর পর আবারও তার শরীরে পাওয়া গেল এই ভাইরাসের অস্তিত্ব। নিজের শেষ পিএসএলের শুরু থেকে তাই খেলতে পারছেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার। করাচি কিংস ও মুলতান সুলতান্সের ম্যাচ দিয়ে গতকাল শুরু হয়েছে পিএসএলের এবারের আসর। আফ্রিদির নতুন ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যানেজার আজম খান নিশ্চিত করেন আফ্রিদির করোনা পজিটিভ হওয়ার খবর। পিঠে ব্যথা ও এক আত্মীয়ের মারা যাওয়ার কথা বলে বুধবার ম্যানেজমেন্ট থেকে জৈবসুরক্ষা বলয় থেকে বের হওয়ার অনুমতি নেন আফ্রিদি। হাসপাতাল থেকে চেকআপের পর ফিরলে কোভিড পরীক্ষায় তার ফল আসে পজিটিভ। তবে কোনো ধরনের উপসর্গ নেই তার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোভিড প্রোটোকল অনুযায়ী সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে আফ্রিদিকে। এরপর করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ আসার সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশতদল ক্লাব এবং উল্লাস ক্লাবের জয়
পরবর্তী নিবন্ধখেলাধুলার অনুশীলনে নতুন সুযোগ সৃষ্টি করল চট্টো টার্ফ