আবদুর রহমান বয়াতি : বাংলার মাটি ও মানুষের শিল্পী

| শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

আবদুর রহমান বয়াতি – বিশিষ্ট বাউল শিল্পী। তাঁর অসীম দরদী কণ্ঠে বাংলার মাটি ও মানুষ অসাধারণ মহিমায় বাঙময় হয়ে উঠেছে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছিল তাঁর খ্যাতি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের আমন্ত্রণে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে গান গেয়েছিলেন তিনি। এছাড়া ভারত, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কানাডা, চীন, সাবেক সোভিয়েত ইউনিয়নসহ পৃথিবীর ৪২টি দেশে বাউল গান নিয়ে পরিভ্রমণ করেন আবদুর রহমান বয়াতি।
আবদুর রহমান বয়াতির জন্ম ১৯৩৬ সালের ১ জানুয়ারি ঢাকার সূত্রাপুর থানার দয়াগঞ্জে। শৈশব থেকেই ছিলেন সংগীতের অনুরাগী। মাত্র দশ বছর বয়সে সুরের টানে ঘর ছেড়ে পালিয়ে যান। পড়ালেখা করেছেন অষ্টম শ্রেণি পর্যন্ত। এরপর থেকে গানকেই জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করেন। জীবনের বাস্তব অভিজ্ঞতা চমৎকারভাবে ফুটে উঠেছে তাঁর গানে – হয়ে উঠেছে জীবনমুখী। তাঁর গানের গুরু ছিলেন গীতিকবি আলাউদ্দিন বয়াতি। বিখ্যাত গান ‘মন আমার দেহঘড়ি সন্ধান করি’, ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’, সহ তাঁর আরো অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে : ‘দিন গেলে আর দিন পাবি না’, ‘এত সুন্দর রঙমহল ঘর ইঁদুর কেটে বিনাশ করতেছে’, ‘আমার মাটির ঘরে’, ‘মা আমেনার কোলে ফুটল ফুল’, ‘হাটের মাছে ভাঙল হাঁড়ি’, ‘আমি মরলে কেন’ ইত্যাদি। দেশের বিভিন্ন অডিও প্রতিষ্ঠান থেকে শিল্পীর পাঁচশটিরও বেশি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।
কণ্ঠ দিয়েছেন চলচ্চিত্রের গানে। বেশ কিছু চলচ্চিত্র, নাটক ও প্রামাণ্য চিত্রে অভিনয় করেন নন্দিত এই শিল্পী। সচেতনতামূলক বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের মাধ্যমেও পেয়েছেন জনপ্রিয়তা। ২০১৩ সালের ১৯ আগস্ট প্রয়াত হন প্রথিতযশা এই শিল্পী।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধপ্রসঙ্গ : তৈলারদ্বীপ শঙ্খ ব্রিজ