আন্দরকিল্লায় ভবন থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ জুলাই, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লায় ৮ তলা একটি ভবনের উপর থেকে পড়ে নমিতা চৌধুরী নামের ৭১ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।তিনি ওই ভবনের বাসিন্দা প্রবীর চৌধূরীর স্ত্রী। গত ১১ জুলাই সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতালের ইনচার্জ ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ছাদেকুর রহমান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় নমিতা চৌধুরীকে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা বসত পড়ে গিয়ে মৃত্যু হয়েছে নাকি আত্মহত্যা করেছেন তা আমরা জানি না। সংশ্লিষ্টরা তদন্ত পরবর্তী এ বিষয়ে জানাবেন। এদিকে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, নমিতা চৌধুরী সকালের নাস্তা করে ছাদে উঠেন। একপর্যায়ে তিনি সেখান থেকে পড়ে যান। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত পরবর্তী বলতে পারব।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন