আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৮:৪০ পূর্বাহ্ণ

আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস। দিবসটিতে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘নার্চারিং দ্যা নেক্সট জেনারেশন: প্রমোটিং অ্যা কালচার অব নলেজশেয়ারিং অ্যান্ড প্রফেশনাল প্রাইড ইন কাস্টমস।’ এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় কাস্টম হাউসের অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক, নিরীক্ষা) . মো. সাহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার একেএম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি থাকবেন ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল চট্টগ্রামের সদস্য মোছা. সফিনা জাহান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান ও চট্টগ্রাম উইম্যান চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী।

সভাপতিত্ব করবেন কাস্টমস এঙাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক মো. মাহবুবুজ্জামান। স্বাগত বক্তব্য দেবেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের আদালতে চারজনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে কাঠ বোঝাই ট্রাকে সন্ত্রাসীদের গুলি