আনোয়ারায় ১০ মুক্তিযোদ্ধা পাচ্ছেন ‘বীর নিবাস’

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৫:২৯ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় আনোয়ারায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের স্বপ্নের বাড়ি বীর নিবাসের জন্য মনোনীত হয়েছেন ১০ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বীর নিবাস প্রকল্প বাস্তবায়ন করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সরকারের নির্দেশনার আলোকে চলতি সপ্তাহে এসব ঘর নির্মাণের দরপত্র আহবান করা হয়েছে। ঠিকাদার নিযুক্তির পর শীঘ্রই ঘর নির্মাণ কাজ শুরু হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৩০ হাজার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, তাদের বিধবা স্ত্রী ও সন্তানদের বীর নিবাস নামের ঘর উপহার হিসেবে প্রদানের সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় আনোয়ারায় ও এ প্রকল্পের আওতায় ১০ টি ঘর বরাদ্দ পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া অসচছল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা হলেন উপজেলার বারশত ইউনিয়নের গুন্‌দ্বীপ গ্রামের মরহুম হাবিলদার মদন আলীর পরিবারের ছেনোয়ারা বেগম, রায়পুর ইউনিয়নের মো.ইউচুপ,বটতলী ইউনিয়নের নুর কাসেম,বরুমচড়া ইউনিয়নের এস,এম,নুরুল আমিন,আবদুল হক,বারখাইন ইউনিয়নের মরহুম নুরুল আমিনের পরিবারের আনোয়ারা বেগম,আনোয়ারা সদর ইউনিয়নে প্রণব কুমার সেন,পৈরকোড়া ইউনিয়নের মরহুম বদিউল আলমের পরিবারের মো.আক্তার উদ্দীন, মরহুম কাজী মো.ইউছুফের পরিবারের মমতাজ বেগম ও হাইলধর ইউনিয়নের আবদুল মান্নান। উপজেলা প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলাম জানান, আনোয়ারায় ১০ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর বীর নিবাস বরাদ্দ পেয়েছেন। ৬৩৫ বর্গফুটের সমপরিমান জমিতে বীর নিবাস নামের প্রধানমন্ত্রীর উপহারের এ ঘর তৈরী করা হবে। প্রতি ঘরে থাকবে দুটি শয়নকক্ষ,১টি ডাইনিং,১টি ড্রইং,১টি রান্নাঘর ও দুটি বাথরুম।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ জানান, আনোয়ারার ১১ ইউনিয়ন থেকে সরকারের নির্দেশনার আলোকে যাছাই বাছাই করে অসচ্ছল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে ১০ জনের তালিকা অনুমোদন পাওয়া গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নির্মাণের জন্য চলতি সপ্তাহে দরপত্র আহ্‌বান করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৩ লক্ষ ৪৩ হাজার ৬১৮ টাকা।

পূর্ববর্তী নিবন্ধআবারো নিলামে উঠছে ১১৩ বিলাসবহুল গাড়ি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু