আনোয়ারায় পর্যটন পার্ক মেন্না গার্ডেন পরিদর্শনে সিএজি

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

পারকী সমুদ্র সৈকত ও শাহ মোহছেন আউলিয়ার মাজারের পর আনোয়ারায় পর্যটন সম্ভাবনায় যুক্ত হচ্ছে মেন্না গার্ডেন। উপজেলার বটতলী ইউনিয়নে মঈন উদ্দীন আহমেদ চৌধুরী মেন্নার ব্যক্তি মালিকানায় ৮ একর জায়গা জুড়ে দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিনোদন পার্ক ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। বিনোদন গার্ডেনের সৌন্দর্যে দেশের শীর্ষ স্থানীয় বিশিষ্টজনরা মুগ্ধ হয়েছেন।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় মেন্না গার্ডেন পরিদর্শন করেছেন সাবেক অর্থ সচিব ও বাংলাদেশ মহা হিসাব নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী। এ সময় তিনি গাছের চারা রোপন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, গ্রামাঞ্চলে জনগণের বিনোদনের সুযোগ সৃষ্টির এরূপ মানসিকতা খুব কম লোকেরই থাকে। এ গার্ডেন ঘুরে গার্ডেনের প্রতিষ্ঠাতা মেন্নার সুন্দর মননের যে পরিচয় পেলাম তা অনেক দিন মনে থাকবে। গার্ডেনটি ঘুরে আমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে পুকুর পাড়ে দাড়িয়ে হাততালি দিলে লেকের মাছেরা একত্রিত হয়ে লাফালাফি করার দৃশ্য আমার মনে অনেক আনন্দ ছড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম, চট্টগ্রাম ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এস এম মনজুর আহমেদ, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মুমিন, উপজেলা একাউন্টস অফিসার আরিফুল ইসলাম চৌধুরী, মেন্না গার্ডেনের প্রতিষ্ঠাতা মঈন উদ্দীন আহমেদ চৌধুরী মেন্না। উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দীন আহমেদ চৌধুরী, জালাল উদ্দীন আহমেদ চৌধুরী, মহিউদ্দীন আহমেদ চৌধুরী, সরোয়ার হোসাইন, রাফিদ উদ্দীন চৌধুরী, বুশরা চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ১৩ হাজার ৩০০ দরিদ্র পরিবার পাচ্ছে টিসিবির পণ্য
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে চা গবেষণা খামার উদ্বোধন