আনুষ্ঠানিকতার ম্যাচে জয় পেল রফিক আহমদ একাদশ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৪:০৩ পূর্বাহ্ণ

ম্যাচটি ছিল একেবারেই আনুষ্ঠানিকতার। কারণ এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে দল দুটি। ফাইনালের দুই দলও নির্ধারিত হয়ে গেছে এরই মধ্যে। যেহেতু লিগ পর্বের খেলা শেষ করতে হবে তাই শেষ করা। আর সে আনুষ্ঠানিকতার ম্যাচে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে রফিক আহমদ চৌধুরী একাদশ। কোন জয় না পেয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো এস এম কামাল উদ্দিন একাদশকে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একেবারে শেষ মুহূর্তের গোলে রফিক আহমদ চৌধুরী একাদশ ১-০ গোলে এস এম কামাল উদ্দিন একাদশকে পরাজিত করে সান্তনার জয় তুলে নিয়েছে। তবে এস এম কামাল উদ্দিন একাদশও যে একেবারে খালি হাতে মাঠ ছেড়েছে তা কিন্তু নয়। নিজেদের প্রথম ম্যাচে ডা. কামাল এ খান একাদশের সাথে ড্র করায় টাইব্রেকারে হেরেছিল কামাল উদ্দিন একাদশ। সে সুবাধে একটি পয়েন্ট রয়েছে তাদের সংগ্রহে।
গতকালের ম্যাচটি আনুষ্ঠানিকতার হলেও শুরু থেকেই বেশ উত্তেজনা ছিল। আক্রমণ আর পাল্টা আক্রমণে বেশ জমে উঠেছিল ম্যাচটি। কিন্তু গোলের দেখা পাচ্ছিলনা কোন দলই। বিশেষ দু দলের স্ট্রাইকাররা বারবার ব্যর্থ হচ্ছিলেন গোল করতে। দুই জুটি রফিক আহমদ একাদশের সজিব-সাজ্জাদ আর এস এম কামাল উদ্দিন একাদশের রনি-রাব্বি আক্রমণ আর পাল্টা আক্রমণে গেলেও গোলবারের আশপাশ দিয়েই মারছিলেন বল। তবে হতভাগা বলতে হবে এস এম কামাল উদ্দিন একাদশের অধিনায়ক রনিকে। প্রথমার্ধে তার দুটি শট ফিরেছে সাইডবার এবং ক্রসবারে লেগে। ম্যাচটা নিশ্চিত ড্রয়ের পথে এগুচ্ছে আর আরো একটি টাইব্রেকার দেখতে পাবে দর্শকরা। তেমনটি যখন ধরে নিয়েছিল সবাই, ঠিক তখনই কাঙ্ক্ষিত গোল আদায় করে নেয় রফিক আহমদ চৌধুরী একাদশ। খেলার ৪ মিনিট বাকি থাকতে পরিকল্পিত এক আক্রমণ থেকে বল পেয়ে যান মেজবাহ। ডি বঙের ভেতর থেকে দারুণ এক শটে জাল কাঁপান এই স্ট্রাইকার। ফলে শেষ মুহূর্তে এগিয়ে যায় তার দল। আর সে গোল শোধ করতে পারেনি এস এম কামাল উদ্দিন একাদশ। ফলে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে পেরেছে রফিক আহমদ চৌধুরী একাদশ। এই ম্যাচের মধ্য দিয়ে দু দলের এক সপ্তাহের জার্নি শেষ হলো মুজিব বর্ষ ফুটবল টুর্নামেন্টের। বিজয়ী দলের মেজবাহ উদ্দিন ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য মো. নাসির মিয়া। আজ টুর্নামেন্টের লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ডা. কামাল এ খান একাদশ এবং আবু তাহের পুতু একাদশ।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের ৫টি নতুন শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধনিক্সন চৌধুরীর বিরুদ্ধে ইসির মামলা