আনন্দযাত্রায় নেমে এল বিষাদ

সৈকতে যাওয়ার পথে ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু, আহত আরো ৫

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ৫:২৯ পূর্বাহ্ণ

পতেঙ্গ সৈকতে বেড়াতে যাওয়ার পথে ধুমপাড়া আউটার রিং রোডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৩টায় একটি সিএনজি অটোরিকশাকে বালুবাহী একটি ডাম্প ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালকসহ সিএনজিতে থাকা আরও ৪ জন আহত হয়েছেন। নিহতরা হলেন উত্তরা কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিষয়ের লেকচারার নুর নবী পারভেজের স্ত্রী মাহমুদা আকতার অরিন (২৭) এবং তার শিশু কন্যা জান্নাতুল মাওয়া আতিফা (৩)।
পুলিশ জানিয়েছে, একই ঘটনায় নুর নবী পারভেজের অপর কন্যা ফাতেমাতুজ জোহরার আরিশার (৬) মেরুদণ্ড ভেঙ্গে যায়। এছাড়া গুরুতর আহত হয়েছেন ছোট ভাই নুর আলম পলাশের স্ত্রী স্বর্ণা (২২), ছোট বোন জান্নাতুল ফেরদৌস জলি (২৩) এবং তার স্বামী আবদুল করিম (৪০)। তারা সবাই একই সিএনজিতে ছিল। তবে একই সিএনজিতে থাকলেও কাকতালীয়ভাবে বেঁেচ যায় স্বর্ণার ২ বছর বয়সী শিশু নুর হোসাইন ওমাইর এবং আহত জলির ৫ বছর বয়সী শিশু নইম উদ্দিন। এছাড়া এক বন্ধুর সাথে সিএনজি অটোরিকশা পেছনে মোটরসাইকেলে ছিলেন স্বর্ণা স্বামী নুর আলম পলাশ। তাদের পৈতৃক বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়। বর্তমানে নগরীর উত্তর কাট্টলীর মুন্সিপাড়ায় তারা ভাড়া থাকছেন। জানতে চাইলে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, পরিবারের সদস্যদের সাথে সিএনজিযোগে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার পথে আউটার রিং রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারী ও শিশু মারা যান। এছাড়া একই ঘটনায় সিএনজি চালকসহ আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীসহ টিআই নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধএকটি দুর্ঘটনায় তছনছ একটি পরিবার