একটি দুর্ঘটনায় তছনছ একটি পরিবার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ৫:৩০ পূর্বাহ্ণ

পড়ন্ত বিকেলে পতেঙ্গা সৈকতে ঘুরতে যাওয়ার সিদ্ধান্তটি যেন ‘কাল’ হলো কলেজ শিক্ষক নুর নবী পারভেজের পরিবারের। যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি হারিয়েছেন প্রিয়তমা স্ত্রী মাহমুদা আকতার অরিন ও তিন বছরের আদরের কন্যা জান্নাতুল মাওয়া আতিফাকে। এছাড়া একই ঘটনায় ছয় বছর বয়সী কিন্ডারগার্টেন পড়ুয়া ফাতেমাতুজ জোহরা আরিশার মেরুদণ্ড ভেঙ্গে যায়। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাজানো সুখের সংসারে এমন ঘটনায় শোকে বিহ্বল হয়ে পড়েছেন উত্তর কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক নুর নবী পারভেজ। মানুষ শোকে হয় কাতর, অধিক শোকে হয় পাথর। তিনি যেন পাথর হয়ে গেছেন।
পারভেজের ছোট ভাই নুর আলম পলাশ বলেন, সড়ক দুর্ঘটনায় আমার স্ত্রীও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তবে আল্লাহর অশেষ কৃপায় বেঁচে গেছেন আমার শিশু সন্তান। একই ঘটনার আঁচড় লেগেছে আমার বোনের পরিবারেও। বোন ও বোনের স্বামীও হয়েছেন আহত। আসলে কি থেকে কি হয়ে গেল, কিছু্‌ই বুঝতে পারছি না। ছেলে মেয়েদের একটু বিনোদন দেয়ার জন্যই সমুদ্র সৈকতে যাওয়ার সিদ্ধান্ত। এই একটি সিদ্ধান্তে আমাদের পুরো পরিবার শেষ হয়ে গেছে। আমাদের কত সুন্দর সাজানো পরিবার এক দুর্ঘটনায় শেষ হয়ে গেল। আমরা তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে আল্লাহ কেন আমাদের পরিবারকে এমন শাস্তি দিলেন।

পূর্ববর্তী নিবন্ধআনন্দযাত্রায় নেমে এল বিষাদ
পরবর্তী নিবন্ধএবারও সর্বোচ্চ করদাতার ট্যাক্স কার্ড পাচ্ছেন আজাদী সম্পাদক এম এ মালেক