আনজুমান ট্রাস্টের অর্থ সম্পাদক সিরাজুল হকের ইন্তেকাল

| বুধবার , ১৯ মে, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাকলিয়ার মরহুম আশরাফ আলী মিয়ার পুত্র আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ সিরাজুল হক (৯১) গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জামেয়া ময়দানে মরহুমের ১ম নামাজে জানাযা ও বাদ যোহর বাকলিয়াস্থ নূর মোহাম্মদ আলকাদেরী জামে মসজিদ প্রাঙ্গণে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে মুহাম্মদ সিরাজুল হকের ইন্তেকালে শোক প্রকাশ করেন আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, যুগ্ম সচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আল্লামা এস এম ফরিদ উদ্দিন, আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী, আল্লামা হাসান রেজা আলকাদেরী, ইসলামিক ফ্রন্ট চট্টগ্রামের স ম হামেদ হোসাইন, এইচ এম মুজিবুল হক শুক্কুর, মাওলানা ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দীন তৈয়বী, স ম শহিদুল হক ফারুকী, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলাউদ্দিন চৌধুরী
পরবর্তী নিবন্ধঅসুস্থ নেতাদের পাশে নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ