আনজুমানে আশেকানে মদিনার ইছালে ছাওয়াব মাহফিল কাল

| বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (.), ফাতেহা ইয়াজদাহুম, আওলিয়ায়ে ক্বেরাম ও উম্মতে মুহাম্মদী (.) স্মরণে ইছালে ছাওয়াব মাহফিল আনজুমানে আশেকানে মদিনা কমপ্লেক্সের উদ্যোগে আগামীকাল শুক্রবার বাদে আছর ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদ গ্রামে আমান শাহ বাড়ির বাগদাদিয়া খানকাহ শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন পীরে তরিকত শাহ মোহাম্মদ আবদুল হালিম আলমাদানী। প্রধান আলোচক থাকবেন ছিপাতলী জামেয়া গাউসিয়া মুঈনীয়া কামিল মাদরাসার প্রধান মুফাসসির আল্লামা গাজী শফিউল আলম নেজামী। সম্মানিত আলোচক থাকবেন মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, মাওলানা মোহাম্মদ আসিফ সাইফুদ্দিন চৌধুরী, মুফতি নিয়াজ মাখদুম ফারুকী ও মাওলানা জানে আলম। এতে উপস্থিত থাকার জন্য কমিটির আহ্বায়ক মাস্টার আবদুল হাই শাহ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয়তাবাদী শক্তিকে উপেক্ষা করে জুলাই স্বাধীনতা রক্ষা করা যাবে না
পরবর্তী নিবন্ধচিত্রচিন্তার আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী কাল থেকে