আত্মসমর্পণের পর ৫ আসামি কারাগারে

পাঠানটুলিতে বাবুল হত্যা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৭:৫০ পূর্বাহ্ণ

নগরীর পাঠানটুলি এলাকায় নির্বাচনী সংঘাতে আজগর আলী বাবুল (৫৫) নিহতের মামলায় এজাহারনামীয় ৫ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।গতকাল বুধবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হলে তারা আদালতে আত্মসমর্পণ করেন। মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ হত্যা মামলায় কারাগারে থাকা ওবাইদুল কবির মিন্টু নামের অপর এক আসামিও জামিন চেয়ে আবেদন করে। আদালত সেটিও না-মঞ্জুর করেন।
আসামিরা হল-ডবলমুরিংয়ের পশ্চিম মাদারবাড়ির আবদুল করিমের ছেলে আবদুল ওয়াদুদ রিপন প্রকাশ সিলেট্যা রিপন, মৃত জানে আলমের ছেলে মো. আলমগীর, মাতব্বর বাড়ির আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম রাজু প্রকাশ বিহারী রাজু, সালেহ আহমদ চেয়ারম্যান বাড়ির মো. কামাল উদ্দিনের ছেলে আলাউদ্দিন প্রকাশ পিচ্চি আলো ও সালাউদ্দিন। সালাউদ্দিনের পরিচয় জানা যায়নি। তবে সে মামলার ১০ নম্বর এজহারনামীয় আসামি। গত ১২ জানুয়ারি ডবলমুরিং থানার মগপুকুর পাড় এলাকায় সিটি নির্বাচনের প্রচারণাকালে গুলিতে নিহত হন আজগর আলী বাবুল। এঘটনায় নিহত বাবুলের ছেলে সেজান মাহমুদ সেতু ডবলমুরিং থানায় আওয়ামীলীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরসহ ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধসাগরিকা থেকে ১৪ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে ডায়মন্ড সিমেন্টের ডিলার সম্মেলন সম্পন্ন