আত্মনির্ভরশীল হতে উদ্যোগী হতে হবে নারীদেরকেও

চট্টগ্রাম সমিতির সেলাই মেশিন বিতরণে পেয়ারুল

| বুধবার , ৭ জুন, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ কক্ষে চট্টগ্রাম সমিতি সৌদি আরব রিয়াদ শাখার উদ্যোগে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও স্বাবলম্বীকরণ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। ডা. শেখ মমতাজুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. তৌহিদুল ইসলাম। আলোচনায় অংশ নেন জেলা পরিষদ সচিব দিদারুল ইসলাম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার সৈয়দ জিয়াউদ্দিন, এম এ হামিদ হোসাইন, নাজিরহাট পৌর মেয়র জাহেদুল ইসলাম চৌধুরী। আজিজ সিকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাশেদ চৌধুরী, নজরুল ইসলাম বাবুল, মো. সোহেল, মো. কামাল হোসেন, শেখ জাহেদ, শামসুল ইসলাম, আজম চৌধুরী, মোজাম্মেল চৌধুরী টিটু, মো. ওসমান প্রমুখ। প্রধান অতিথি বলেন আত্মনির্ভরশীল হওয়ার জন্য নারী পুরুষ উভয়ই উদ্যোগী হতে সরকার ও বিভিন্ন সংগঠন সংস্থা কাজ করে যাচ্ছে। সচেতন নাগরিকদের সৃজনশীল উদ্যোগ ও জনকল্যাণমুখী কর্মসূচি দেশ ও দেশের অর্থনীতিকে আরো এগিয়ে নিয়ে যাবে। শেষে তিনি অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আইন কলেজে বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধরিয়াজউদ্দিন বাজারের পাখি গলি থেকে ৮৩ পাখি উদ্ধার