আতুরার ডিপোতে আগুনে পুড়েছে শীতের পোশাক

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ১২:৪৭ অপরাহ্ণ

নগরীর আতুরার ডিপো এলাকায় ৪টি ঝুট গুদামে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ শীতকালীন পোশাক পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমদিকে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।

ক্ষতিগ্রস্ত এক গুদাম মালিক মোহাম্মদ ইসমাইল বলেন, এই গুদামে শীতকালীন পোশাক এনে রাখা হয়। শীত মৌসুমকে কেন্দ্র করে ২৯ লাখ টাকার কাপড় সংগ্রহ করে রাখা হয় কিন্তু গোডাউনে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৪ জন
পরবর্তী নিবন্ধচশমা খালে নিখোঁজ কামালের মরদেহ পাওয়া গেল মির্জা খালে