আজ সদারঙ্গের ২৬তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শুরু

আজাদী ডেস্ক | শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:০৪ পূর্বাহ্ণ

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের আয়োজনে আজ থেকে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে শুরু হতে চলেছে দুইদিনব্যাপী ২৬তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন। এবারের সম্মেলন উৎসর্গ করা হয়েছে উস্তাদ আয়েত আলী খাঁকে। দুইদিনব্যাপী সম্মেলনে পাঁচটি অধিবেশনের মধ্যে রয়েছেউদ্বোধন পর্ব, উচ্চাঙ্গ সংগীত পরিবেশন, প্রভাতী অধিবেশনেশিশুকিশোর পর্ব ও সেমিনার। এবারের সম্মেলনে দেশবিদেশের শিল্পীবৃন্দ উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রথম অধিবেশনে উদ্বোধন পর্বে প্রধান অতিথি থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা।

উদ্বোধক থাকবেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. বদিউল আলম। অতিথি থাকবেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। দ্বিতীয় অধিবেশনেসন্ধ্যা ৬.৩০টায় শুরু হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান।

আগামীকাল শনিবার তৃতীয় ও প্রভাতী অধিবেশনে সকাল ৯টায় শুরু হবে শিশুকিশোরদের উচ্চাঙ্গ সংগীত পরিবেশনা। ৪র্থ অধিবেশনেসেমিনারে ‘তবলার একক বাদন ও সঙ্গত’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন পণ্ডিত শ্যামল দেব, আলোচক থাকবেন পণ্ডিত সুভাষ কান্তি দাস। পঞ্চম অধিবেশনে সন্ধ্যা ৬টায় শুরু হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধআরো ২ বছর ইউএনডিপির শুভেচ্ছা দূত জয়া আহসান
পরবর্তী নিবন্ধসমাপনী দিনে মঞ্চস্থ ‘পুণ্যাহ’