আজ বিজয়ের উল্লাসে

ইসমাইল জসীম | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:২৬ পূর্বাহ্ণ

মেঘের কোলে রোদ উঠেছে
উড়ছে হাওয়ায় মেঘের দল
হাতের মুঠোয় বিজয় নিশান
দীপ্ত পায়ে চলরে চল ।
যেই নিশানে মুক্তি সেনার
রক্তে রাঙা সূর্য লাল,
সেই সেনারা থাকবে বেঁচে
সবার মাঝে অনন্তকাল।
লক্ষ ভাইয়ের রক্তে কেনা
আজ বিজয়ের উল্লাসে,
মন দোলে আর প্রাণ দোলে
‘টগবগিয়ে খুন হাসে’।
স্বাধীন দেশের মুক্ত হাওয়ায়
ইচ্ছেরা আজ মুক্তি পাক,
এদেশ থেকে দুর্নীতিবাজ
সন্ত্রাসীরা নিপাত যাক।

পূর্ববর্তী নিবন্ধবিজয়ের শোকগাথা
পরবর্তী নিবন্ধবিজয় আসে ডিসেম্বরে